কাদিরদী কলেজ

বোয়ালমারী, ফরিদপুর

স্থাপিত-১৯৯৩

ইআইআই এন- ১০৮৭১০, কলেজ কোড-৬০০৮

নোটিশ :

এখন থেকে কাদিরদী কলেজ এর সকল তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম চলমান রয়েছে, বিস্তারিত নোটিশ বোর্ডে২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম চলমান রয়েছে, বিস্তারিত নোটিশ বোর্ডে
  • ক্লাস চলাকালীন শিক্ষার্থী

  • কলেজের ভিতরের চিত্র

  • কলেজ গেট

অধ্যক্ষের বাণী

উপাধ্যক্ষের বাণী

আমাদের সম্পর্কে

  • কাদিরদী কলেজ ১৯৯৩ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউয়নের কাদিরদী গ্রামে এই কলেজটি অবস্থিত। অনেক দূর- দুরান্ত হতে অনেক ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করতে আসে। কাদিরদী কলেজ ১৯৯৩ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউয়নের কাদিরদী গ্রামে এই কলেজটি অবস্থিত। অনেক দূর-দুরান্ত হতে অনেক ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করতে আসে। কাদিরদী কলেজ ১৯৯৩ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউয়নের কাদিরদী গ্রামে এই কলেজটি অবস্থিত। অনেক দূর-দুরান্ত হতে অনেক ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করতে আসে। কাদিরদী কলেজ ১৯৯৩ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউয়নের কাদিরদী গ্রামে এই কলেজটি
Scroll to Top

মোঃ নুরুজ্জামান মোল্যা

অধ্যক্ষ, কাদিরদী কলেজ

সময় বহমান নদীর স্রোতের মত। দেখতে দেখতে অনেক বছর পার হয়ে গেল। স্মরণ করি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী সেই সেব মহৎপ্রাণ ব্যক্তিবৃন্দকে। যাদের অবদান ছাড়া এই কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব হতনা।

 যে কোন মহৎ সৃষ্টির পিছনেই অনেকের অবদান থাকে । এই কলেজ প্রতিষ্ঠায় তৎকালীন স্বাপ্লিক ও উদ্যোক্তাগণ, উপদেষ্টা পরিষদ, পৃষ্ঠপোষকগণ, দাতা, হিতৈষী, ভূমিদাতা প্রতিষ্ঠাতা সদস্য, সাংগঠনিক কমিটি কলেজ প্রতিষ্ঠার সময়ে যে অবদান রেখেছেন তার কোন তুলনা হয় না। কলেজ প্রতিষ্ঠার সময়ে যে ব্যক্তিগণ নূন্যতম আর্থিক সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের ভূমিকা অনস্বীকার্য । এই এলাকায় এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। বিগত বছরগুলোতে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ এলাকার সার্বিক উন্নয়নে এই  কলেজের ভূমিকা গর্ব করার মত। গ্রামের খেটে খাওয়া সুবিধা বঞ্চিত সাধারণ পরিবারের হাজার হাজার ছাত্র-ছাত্রী এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে আজ প্রতিষ্ঠিত। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, প্রাতিষ্ঠানিক কর্মকর্তা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু পরিবর্তনই কালের ধারা। মহাকালের এই অমোঘ নিয়মে আমাদের সকলেই একদিন এই কলেজ থেকে বিদায় নিতে হবে। কলেজ থাকবে কাল থেকে কালান্তরে। হাজার হাজার বৃক্ষ শাখা শোভিত ধূমপান ও রাজনীতিমুক্ত এ শিক্ষাঙ্গন, শিক্ষার্থীদের অন্তরে ছড়াবে জ্ঞানের আলো।এ কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি। কাদিরদী কলেজের সার্বিক সাফল্য কামনা করি।

রঞ্জন কুমার ব্যানার্জি

উপাধ্যক্ষ, কাদিরদী কলেজ

কখনো ভাবিনি এই মহীরুহের ছায়ায় স্থান হবে। ভাগ্যচক্রে ফরিদপুর জেলার মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কাদিরদী কলেজে উপাধ্যক্ষ হিসেবে ১৩ আগস্ট ২০১৫ খ্রিঃ তারিখে যোগদান করি।

এসে দেখি, আসলেই প্রতিটি দিক দিয়েই এই প্রতিষ্ঠানটি একটু অন্যরকম। কলেজের অবকাঠামো, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, চাত্র-ছাত্রী প্রত্যেকের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বাদ। অধ্যক্ষ মহোদয় একান্তই নিবেদিত প্রাণ। কলেজ প্রতিষ্ঠায় যাদের অগ্রনী ভূমিকা, তাঁদের সত্যিই এ এক অনবদ্য সৃষ্টি। গভর্ণিং বডির সভাপতি মহোদয় সহ সদস্য বৃন্দ, এলাকার জনগণ, অভিভাবক, ছাত্র-চাত্রী সকলেই একাত্ব। রাজনৈতিক, সামাজিক কোন ক্ষেত্রে সংকীর্ণতা নেই এখানে। জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলের তিলে-তিলে কষ্টে গড়া, আজ বৃহৎ এই কাদিরদী কলেজ। আমি এই কলেজের সামান্য একজন অংশীদার হতে পেরে গর্বিত। পরম করুনাময়ের নিকট প্রর্থনা করি কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকে অদ্যাবধি যাঁরা সংশ্লিষ্ট এবং কলেজের সাথে কোন না কোন বাবে যারা যুক্ত রয়েছে, তাদের সকলেরই যে মঙ্গল হয়।