কাদিরদী কলেজ রোভার স্কাউট গ্রুপ
উপমহাদেশের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাদিরদী কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। প্রাচীন ও এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ সময় জুড়ে শুধু শিক্ষা কার্যক্রমেই নয় বরং শিক্ষার্থীদের শারীরিক ও মনস্তাত্বিক বিকাশে সহশিক্ষা কার্যনত্রমেও সমানভাবে শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে কাদিরদী কলেজ। যুগের পরিক্রমায় শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ বর্তমানে অনস্বীকার্য হয়ে উঠেছে। কিন্তু নানা বাধা-বিপত্তির কারণে সহশিক্ষামূলক কার্যক্রমে তরুণ প্রজন্ম অংশগ্রহণ করতে পশ্চাদপদ। এমন অবস্থায় তরুণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলতে ভূমিকা পালন করছে কাদিরদী কলেজ রোভার স্কাউট গ্রুপ। আজ অবধি চলমান রয়েছে এই সহশিক্ষা মূলক কার্যক্রম শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি যোগ্য করে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে কাদিরদী কলেজ রোভার স্কাউট গ্রুপ। যোগ্য ও নেতৃত্বগুণ সম্পন্ন শিক্ষকদের পরিচালনায় স্কাউট গ্রুপ সমৃদ্ধি ও উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে।
কাদিরদী কলেজ এর ক্রিড়া শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্ব কাদিরদী কলেজ রোভার স্কাউট গ্রুপ অনেক অবদান রেখেছে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে বোয়ালমারী উপজেলার শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে। আজ অবধি চলমান রয়েছে এই সহশিক্ষা মূলক কার্যক্রম শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি যোগ্য করে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। যোগ্য ও নেতৃত্বগুণ সম্পন্ন শিক্ষকদের পরিচালনায় স্কাউট গ্রুপ সমৃদ্ধি ও উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে।