কাদিরদী কলেজ সৃষ্টির ইতিহাস
১ লা জুন, ১৯৯৩ সাল। আষাঢ়ের বর্ষণমুখর সন্ধ্যা। দীর্ঘদিনের পরীক্ষিত তিন সহযোদ্ধা জনাব নুরুল ইসলাম, জনাব আবদুর রাজ্জাক মোল্যা এবং জনাব আবদুর রহমান মৃধা চঞ্চল জনস্রোত, অপার কর্মস্রোত, কর্মের কোলাহল থেকে দূরে অবসাদের নিত্যকার বিশ্রামাগারে ক্লান্তি অবসানে মগ্ন। প্রতিদিনের মত হাসি আনন্দের ফাঁকে ফাঁকে এলাকার সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনার এক পর্যায়ে জনগণের বহুদিনের সুখ দুঃখ হাসি কান্নার সাথী সাবেক জনপ্রতিনিধি জনাব নুরুল ইসলাম সাহেব এলাকার শিক্ষার মান উন্নয়ন কল্পে একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। আব্দুর রাজ্জাক মোল্যা এবং জনাব আবদুর রহমান মৃধা এ প্রস্তাবে যেন হারানো সুর খুঁজে পেলেন। তাঁদের মনে হলো দীর্ঘদিনের মনের মধ্যে অতৃপ্তির যে বেদনা অনুভূত হচ্ছে এ প্রস্তাব বাস্তবায়ন তারই মহৌষধ। তিনজন একে অপরের হাতে হাত রেখে শপথ করলেন। এলাকায় একটি আদর্শ কলেজ প্রতিষ্ঠিত করাই হবে আমাদের বাকী জীবনের একমাত্র ব্রত। প্রস্তাবটির সমর্থনে প্রথমেই সিদ্ধান্ত নিলেন অত্র এলাকার সংসদ সদস্য জনাব আবদুর রউফ সাহেবের সাথে পরামর্শ ক্রমে তাঁর সহযোগিতা কামনা করবেন। ৪ঠা জুন, ১৯৯৩ ইংরেজী তারিখ শুক্রবার জনাব রউফ সাহেব এ শুভ আহবানে স্বতঃস্ফূর্ত সাড়াদিয়ে তাঁর সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। অতঃপর ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কে. এম নুরুল হুদা সাহেবের শরণাপন্ন হলে তিনি প্রশাসনিক কাঠামোর আওতায় সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বোয়ালমারী থানার নির্বাহী কর্মকর্তা ১৯৯৩-৯৫ সালের কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল মতিন সাহেব এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১৯৯৩-১৯৯৫ সালের) জনাব শাহ্ আলম সাহেব ও বোয়ালমারী থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাদের সর্বপ্রকার সাহায্যের অঙ্গীকার ব্যক্ত করেন। উপরিউক্ত আশ্বাসের প্রেক্ষিতে জনাব নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্যা ও আবদুর রহমান মৃধা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অত্র এলাকার সব শ্রেণীর জনগণের সহযোগিতা ও সমর্থন জানার লক্ষ্যে একটি সাধারণ সভার আয়োজন করেন। ১৯৯৩ সালের ৮/৬/৯৩ ইং তারিখে কাদিরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতৈর, জাহাপুর, চাঁদপুর, দাদপুর, ঘোষপুর,রায়পুর ইউনিয়নের সম্মানিত ইউ.পি চেয়ারম্যানগণ ও অত্র এলাকার সর্বসাধারণের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
তখন এই সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী থানার থানা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল মতিন সাহেব, প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন সাবেক সংসদ সদস্য ও বোয়ালমারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু সুভাস চন্দ্র ঘোষ এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ আলম সাহেব। সভায় সর্বসম্মতিক্রমে কাদিরদীতে একটি কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয় । সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য জনাব নুরুল ইসলাম সাহেবের প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি, ১১ সদস্য বিশিষ্ঠ পৃষ্ঠপোষক কমিটি এবং ৬৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত করতালির মধ্যে দিয়ে প্রধান অতিথি জনাব দেলওয়ার হোসেন সাহেব একশত এক টাকা কলেজ ফান্ডে দান করার কথা ঘোষণা করেন এবং তাঁর যোগ্যতা অভিজ্ঞতার মাধ্যমে একটি আদর্শ কলেজ প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত সভার সভাপতি থানা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল মতিন সাহেব পাঁচ হাজার টাকা এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ্ আলম সাহেব পাঁচ হাজার টাকা আর্থিক অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন। সর্বসাধারণের পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহযোগিতার কলধ্বনীতে কাদিরদীর আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে। শুরুতেই পালে যেন বিজয়ের হাওয়া লাগতে শুরু করে। সৃষ্টির নব উদ্যোগে এবার তারা পদ্মা পাড়ি দিয়ে কলেজের জন্য জায়গার সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, অত্র এলাকার কৃতি সন্তান ডঃ মিয়া মুহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবের শরণাপন্ন হন। বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশের অন্যতম মৎস্য বিজ্ঞানী অত্র এলাকার শিক্ষার উন্নতি তথা সর্বসাধারণের মহৎ উদ্দেশ্য সার্থক করার এ মহান উদ্যোগে সর্বাপেক্ষা গুরুত্ব দেন। তিনি তিন একর পাঁচ শতাংশ মূল্যবান জমি উদার হস্তে দান করে এলাকার প্রতি গভীর মমত্ববোধের উজ্জল দৃষ্ঠান্ত স্থাপন করেন। তিনি বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী কলেজ প্রতিষ্ঠায় তার সুচিন্তিত পরামর্শ ও সার্বক্ষণিক তদারকিসহ কলেজের সব ধরনের সমস্যা সমাধানে সাধ্যমত সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কলেজটির প্রতিষ্ঠা লগ্নে আর্থিক সংকট নিরসনের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে অত্র এলাকার দরিদ্র নিপীড়িত জনগণের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বিশিষ্ঠ শিল্পপতি জনাব কাজী সিরাজুল ইসলাম সাহেব পঞ্চাশ হাজার টাকা উদার হস্তে দান করেন এবং প্রযোজনে